চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট ২০ জুলাই

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আগামী ২০ জুলাই চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইট আসবে। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। গত ১৪ জুলাই শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত। এদিন রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে ৪১৬ জন হাজী দেশে ফিরেন। খবর বাংলানিউজের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের জেলা ম্যানেজার সরোজ কান্তি বড়ুয়া জানান, আগামী ২০ জুলাই ৪১৯ জন হাজী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবার ফিরতি হজ ফ্লাইটে প্রায় ৫ হাজার ২০০ জন হাজী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
গত ১৫ জুন চট্টগ্রামের হজযাত্রীদের প্রথম হজযাত্রা শুরু হয়। শেষ হয় ২৮ জুলাই। এই সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ডেডিকেটেড ফ্লাইটে মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান ৫ হাজার ২শ হাজী।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকে মুখর খাগড়াছড়ি
পরবর্তী নিবন্ধনগরের বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ঈদের আমেজ