চট্টগ্রামে নুতন ২ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২২ শতাংশ। এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ৯টি ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন নগরীর বাসিন্দা। বাকি ১ জন সাতকানিয়া উপলোর বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৯৪৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের প্রথম দিনে ১০ টি খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমনগড়া রিপোর্ট এবং গণহারে বাদ দেওয়ার অভিযোগ