চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৩১

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৮ দশমিক ০২ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ছয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ২১ জন ও চার উপজেলার ১০ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৭ জন, মিরসরাই, আনোয়ারা ও চন্দনাইশে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ২২৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ২২০ জন ও গ্রামের ৩৫ হাজার ৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৮ জনের পজিটিভ রেজাল্ট আসে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধজনগণ যতক্ষণ সাথে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী