চট্টগ্রামে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৪

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত এক সপ্তাহে নতুন ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের ৩ জন শহরের এবং একজন গ্রামের বাসিন্দা। সংক্রমণের হার ০ দশমিক ২২ শতাংশ। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালসহ বিগত সাতদিনের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, নতুন ৪ জনসহ জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৯ জন। গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামের কেউ মারা যাননি। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

এদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ল্যাব সরিয়ে নেয়া হয়েছে। শেভরনসহ অনুমোদনপ্রাপ্ত চার ল্যাবরেটরি তাদের যন্ত্রপাতিসহ সকল সরঞ্জাম নিয়ে এসেছে। এ কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর পুলক পাড়িয়াল জানান, সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে যাত্রার আগে স্ব স্ব যাত্রীর দেশের বিমানবন্দরে পরীক্ষিত আরটিপিসিআর রিপোর্ট দেখানোর বাধ্যবাধকতা তুলে দেয়ার পরপরই শাহ আমানতের এ ল্যাব গুরুত্ব হারিয়ে ফেলে। এখন টিকাকার্ড নিয়েই সংযুক্ত আরব আমিরাতের যেকোনো বিমানবন্দর অতিক্রম তরা যায়।

পূর্ববর্তী নিবন্ধওরা ছাগল চোর
পরবর্তী নিবন্ধনিউ মার্কেটে সংঘাতের মামলায় বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার