চট্টগ্রামে আরও ১৩ করোনা রোগী শনাক্ত

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ১ শতাংশের নীচেই রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ হার পাওয়া যায় ০ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে নতুন করে ১৩ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। তবে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্টে এ সব তথ্য জানা যায়। প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর এগারো ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৩ জনের মধ্যে ৯ জন নগরীর ও তিন উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মিরসরাইয়ে ২ জন এবং বোয়ালখালী ও হাটহাজারীতে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ২২ ও গ্রামের ৩৪ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এদের মধ্যে ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইজবন্ডের ফল সহজেই মিলছে অনলাইনে
পরবর্তী নিবন্ধদেশে দিনে শনাক্ত এ বছরের সর্বনিম্ন