চট্টগ্রামের বাণিজ্য প্রসারে মার্কিন বিনিয়োগের উপর গুরুত্বারোপ

মাহমুদুল ইসলামের সাথে মার্কিন এ্যাফেয়ার্সের বৈঠক

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রাজনীতিবিদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সাথে বৈঠক করেছেন মার্কিন চার্জ দ্যা এ্যাফেয়ার্স জোএ্যান ওয়াগনার। চট্টগ্রাম সফরকালে গতকাল রবিবার সন্ধ্যায় তিনি এ বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রামের গুরুত্ব ও বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা হয়। আলোচনায় মাহমুদুল ইসলাম চট্টগ্রামের ভৌগলিক গুরুত্ব ও ব্যবসা-বাণিজ্য প্রসারে মার্কিন বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন। এসময় মার্কিন চার্জ দ্যা এ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের গ্রামের অবকাঠামো উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্য তথা স্বাস্থ্য খাতে এবং গার্মেন্টস শিল্পের উন্নয়নে মার্কিন অবদান অপরসীম। গণতান্ত্রিক কাঠামোতে স্থানীয় সরকার শক্তিশালী করণে উভয়ে ঐক্যমত পোষণ করেন। আলোচনায় ইকোনোমিক অফিসার জেফরি ডির্কস এবং এগ্রিকালচারের এটাশে টাইনার ব্যাবকক এবং ইশতিয়াক আহমদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইকোনমিক্যাল মেগাসিটি হবে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল