চট্টগ্রামের খোশনাহার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা

লিঙ্গবৈষম্য কমানো বড় অর্জন : শিক্ষামন্ত্রী

আজাদী ডেস্ক | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

সফল জননী হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন চট্টগ্রামের খোশনাহার বেগম। গতকাল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা পদক, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক প্রদান করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে লিঙ্গবৈষম্য কমিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিই বাংলাদেশের অন্যতম অর্জন। খবর বিডিনিউজের।
নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের সুযোগসহ তথ্য প্রযুক্তিতে নারীর পেশাগত জ্ঞান ও মেধা প্রকাশের সুযোগ সৃষ্টি করে সমাজে নারী পুরুষের সমতা ও অগ্রগতি নিশ্চিত করে এদেশের উন্নয়নকে টেকসই করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করে নারীর দারিদ্র্য বিমোচনে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে । বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও জ্ঞানভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য নারী-পুরুষ সবাইকে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। ২০৪১ সালের মধ্যে আমরা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ ভাগে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সরকার নারীর প্রতি সবরকম বৈষম্যমূলক আচরণ ও প্রথা বিলোপে বদ্ধপরিকর। উপজেলা ডিজিটাল সেন্টারে এখন ৩১৬০ জন নারী উদ্যোক্তা ই-তথ্য সেবা প্রদান করছেন। জয়িতা ফাউন্ডেশনের অনলাইন মার্কেটপ্লেস ‘ই-জয়িতা’ চালুর ফলে দেশে এক লক্ষ নারী উদ্যোক্তা সংযুক্ত হতে পারবে। বাংলানিউজ জানায়, ১১ সন্তানের সফল জননী খোশনাহার বেগম। তাদের একজন ব্যবসায়ী, তিনজন বিসিএস ক্যাডার, দুইজন জাপানে কর্মরত। বাকি চারজন পড়াশোনা করছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চেম্বার সভাপতির আমিরাত যাত্রা
পরবর্তী নিবন্ধপুরুষরা নারীদের প্রতিবন্ধকতা তৈরি করে না