চট্টগ্রামের উন্নয়নে চসিক ও চউক একে অপরের পরিপূরক

আইএবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনীতে মেয়র

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো মেগা প্রকল্প দিয়েছেন। সেগুলো বাস্তবায়ন হয়েছে বা হতে যাচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রামের উন্নয়নের অভিযাত্রায় সম্পৃক্ত সেবা সংস্থাগুলোর মধ্যে অন্যতম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই দুই সংস্থাকে একসাথে কাজ করতে হবে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মেগা প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক মান সম্পন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখতে হবে। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ মিলনায়তনে ইনস্টিটিউট অব আরর্কিটের চট্টগ্রাম চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রামের উন্নয়নে এবং জলাবদ্ধতা নিরসনসহ যে সকল প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর দায় দায়িত্ব বর্তেছে তা বাস্তবায়নে চসিকসহ প্রত্যেকটি সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। আমরা একে অপরের উপর কোনভাবে দোষ চাপাতে পারিনা। তাই একসাথে একটি সমন্বিত ব্যবস্থাপনায় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের মঙ্গল ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি নতুন প্রজন্মের স্থপতিদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামোগত স্থাপনায় সৃজনশীল চিন্তা ভাবনা প্রয়োগের আহ্বান জানান। বাস্তুই চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের সভাপতিত্বে স্থপতি বিজয় তালুকদার ও সিনথিয়া শবনমের সঞ্চলনায় দু’দিনব্যাপী অনুষ্ঠানে সমাপনী দিনে আরো বক্তব্য রাখেন-সাবেক সভাপতি জালাল আহমদ। উপসিত্থ ছিলেন-স্থপতি বিধান বগুয়া, আহমেদ জিন্নুর চৌধুরী, নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, নাজমা সুরাইয়া খান, নাজমুল লতিফ (সুহাইল) সহ ঢাকা ও চট্টগ্রামের স্থপতি ও ছাত্র-ছাত্রীগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅযত্ন অবহেলায় কোটি টাকার দুটি অ্যাম্বুলেন্স
পরবর্তী নিবন্ধ৭৮৬