চকরিয়ায় রাজমিস্ত্রী আনাছ হত্যায় ছিনতাইকারীকে আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

চকরিয়ার রাজমিস্ত্রী আনাছ হত্যা মামলায় ছিনতাইকারী সোহেলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালত। একই সঙ্গে আসামিকে ১ লক্ষ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গতকাল রবিবার চকরিয়ার রাজমিস্ত্রী আনাছ হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি সোহেল প্রকাশ সেহিল্যা চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। নিহত মো. আনাছ চকরিয়া পৌরসভার মগবাজার মাস্টারপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী। রাষ্ট্র

পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, দণ্ডিত আসামি সোহেল প্রকাশ সেহিল্যা পেশায় একজন ছিনতাইকারী। ২০১৭ সালের ৬ জুলাই রাজমিস্ত্রী আনাছ কাহারিয়া ঘোনা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ছিনতাইকারী সোহেল আনাছের গতিরোধ করে তার

মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দেওয়ার চেষ্টা করায় ছিনতাইকারী সেহিল্যা আনাছকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহত আনাছের মা ছেনু আরা বাদী হয়ে সেহিল্যাকে একমাত্র আসামি করে পরের দিন চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৭ অক্টোবর মামলার

তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত চৌধুরী আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০১৮ সালের ১২ আগস্ট বিচার কাজ শুরু হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গতকাল মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নির্মাণাধীন অবৈধ ৫ পাকা স্থাপনা উচ্ছেদ