চকরিয়ায় বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ শ্রমিক নিহত

চকরিয়া প্রতিনিধি  | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডাম্পারের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো ১০ জন। তন্মধ্যে আরেক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত শ্রমিকের নাম মিজানুর রহমান (২৫)

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হরিখোলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র। খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শী ছলিম উল্লাহ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাকসুদ আহমদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধভালো কাজ করলে মিলবে খাবার