চকরিয়ায় আগুনে পুড়েছে পাঁচ দোকান

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার পৌর শহরের চিরিঙ্গা স্টেশনে দুলাল সেন্টারের পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া পৌরশহরের দুলাল সেন্টারের পেছনে কুলিং কর্ণারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

এ সময় আগুনে ফার্নিচারের দোকানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

এদিকে অভিযোগ উঠেছেচকরিয়া পৌরশহরের চিরিঙ্গা ভয়াবহ যানজটের কারণে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছুতে পারেনি। যদিওবা ফায়ার সার্ভিস কার্যালয় থেকে অগ্নিকাণ্ডস্থলের দূরত্ব মাত্র কয়েকশ মিটার। এতে একে একে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। জাফর আলম এমপি ও চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে
পরবর্তী নিবন্ধএসএসসির ফরম পূরণে সময় বাড়ল আরও ৭ দিন