চকবাজার ও ব্যাটারি গলি বাজারে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পবিত্র রামজান মাসে বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল রোববার সকালে নগরের চকবাজার ও দামপাড়াস্থ ব্যাটারি গলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রথমদিন কাউকে জরিমানা না করে সতর্ক করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুদি, মাংস, মুরগী, মাছ ও ফ্রুটস’র দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করা হয়। এছাড়া করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধলকডাউনে ক্ষতিগ্রস্ত সড়কের কাজ এগিয়ে নিতে হবে