চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচন করতে ইসিকে চিঠি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরের ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে ওয়ার্ডটিতে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে।
গত ১৬ জুন প্রকাশিত স্থানীয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চসিকের ১৬ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু গত ১৮ মার্চ ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৫ (ঙ) মোতাবেক ওয়ার্ডটির কাউন্সিলর পদটি ১৬ জুন ২০২১ তারিখ থেকে শূন্য ঘোষণা করা হল। একইদিন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত পত্র পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে। এতে শূন্য ঘোষণাকৃত পদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৬ অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসভাপতি ও সম্পাদক হচ্ছেন কে
পরবর্তী নিবন্ধদুদক কর্মকর্তার বদলি নিয়ে যত আলোচনা