ঘোষণা ছাড়াই চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

লাদাখে সংঘাতের পর থেকে ভারত-চীনের সম্পর্কের অবনতি হয়। এর ফলে দুই বছরেরও বেশি সময় ধরে ভারত সফর করেননি চীনের কোনো বড় নেতা। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করলেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। খবর বাংলানিউজের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব এখন কার্যত দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্র, ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পক্ষে। এশিয়ার অনেক দেশও ইউক্রেনের পক্ষে। কিন্তু এখনো প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি ভারত ও চীন। জাতিসংঘে যতবার ভোটাভুটি হয়েছে, ততবারই দেশ দুটি ভোটদানে বিরত থেকেছে। এ পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়াং-এর সফরের দুটি উদ্দেশ্য আছে। প্রথমত, লাদাখ-পরবর্তী সময়ে আবার দুই দেশের নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো, এই বছরের শেষে বেইজিংয়ে ব্রিকসের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে আগাগোড়া সাসপেন্স বজায় ছিল।

পূর্ববর্তী নিবন্ধমারিওপোলে ‘বড় সাফল্য’ দেখছেন চেচেন যোদ্ধারা
পরবর্তী নিবন্ধরাশিয়ার গ্যাসে নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইইউর