ঘুমধুম পাহাড়ে বিপুল অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অদূরে ঘুমধুম পাহাড় থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ উদ্ধার করেছেন র‌্যাব-১৫-এর সদস্যরা। এ গুলো পাচারে জড়িত থাকায় চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পাহাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১ টি মেশিনগান ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উখিয়ার কুতুপালং -১নং ক্যাম্পের ব্লক – এ/৩ এর আশুক জামানের ছেলে মোঃ নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা – ১৩ নং থাইংখালী ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) কে গ্রেপ্তার করা হয়। খায়রুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমের একটি রাবার বাগানে বিপুল পরিমাণ অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। তিনি বলেন, ঘুমধুম রাবার বাগানের পাহাড়ি পথ বেয়ে শুক্রবার ভোর রাতে চার লোক আসতে দেখে সন্দেহবশতঃ তাদের থামানো হয়। ৪ জনের মধ্যে ২ জনকে তল্লাশি করে ২টি দেশিয় অস্ত্র পাওয়া যায়। অপর ২ জনের কাঁধে থাকা লাকড়ির বোঝা তল্লাশি করে একটির ভিতরে ১ টি বিদেশি পিস্তল, ১ টি স্টেনগান ও ১টি দেশিয় অস্ত্র এবং অন্যটির মধ্যে থেকে ৩টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে ৫ টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড খালি খোসা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ বালি উত্তোলনে ভাঙছে সড়ক ও সেতু
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না জেএসডি