গ্রেপ্তার মোস্তাকিমের জামিন নামঞ্জুর

ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

চমেক হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার মো. মোস্তাকিমের রিমান্ড চেয়ে করা আবেদন নামঞ্জুর করা হয়েছে। জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আসামি পক্ষের জামিন চেয়ে করা আবেদনও নামঞ্জুর করা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে মোস্তাকিমের ৫ দিনের রিমান্ড চেয়ে এবং আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি মিথ্যা মামলা। কিডনি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে বরং পুলিশই মোস্তাকিমকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায়। আমরা আদালতকে পুরো ঘটনা বলেছি এবং জামিন চেয়ে আবেদন করি। কিন্তু আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

গত ১০ ডিসেম্বর কিডনি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে রোগীর স্বজনেরা আন্দোলন করে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রোগীর স্বজন মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার
পরবর্তী নিবন্ধনিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা ভাবা উচিত