গ্রামে-গঞ্জে সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে

পূর্বার গোলটেবিল বৈঠকে বক্তারা

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

পূর্বার গোলটেবিল বৈঠক থিয়েটার ইনস্টিটিউটে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন, কাউন্সিলর আবিদা আজাদ। পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, হযরত শাহ সূফী আমানত শাহ (র.) মাজারের মোতোওয়াল্লী শাহজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খান, জামেয়ার সহকারী অধ্যাপক মাওলানা শায়েস্তা খান আল আজহারী, চবির সহযোগী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম চার্চ ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লিওনার্ড রেবোরো, অধ্যক্ষ প্রজ্ঞানন্দ স্থবির, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, নাট্যজন দেওয়ান মাকসুদ আহমদ, শওকত আলী সেলিম, জাহান উদ্দিন, প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, সদরুল আমিন, সদরুল ইসলাম, লিটন চৌধুরী, মৃত্যুঞ্জয় দত্ত, সিরাজুল ইসলাম, শোভন চৌধুরী, সঞ্চিতা বড়ুয়া, অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, স্থপতি বিজয় শংকর তালুকদার, প্রকৌশলী আরিফুল্লাহ হাই, ব্যাংকার মোহাম্মদ ইউসুফ, কৃষিবিদ রফিকুল ইসলাম, পাপড়ী সেনগুপ্ত, প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, বাউল মোজাহেরুল ইসলাম, মাসুদ পারভেজ, অরুণ কুমার বলাই, প্রকৌশলী এস এম সেলিম, প্রীতম দাশ, মিঠুন সেন, তূর্জয় দাশ, মো. রায়হান।
বৈঠকে বক্তারা বলেন, জ্ঞানের আলো জ্বালাতে প্রথাগত শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার প্রসার ঘটাতে হবে। গ্রামে-গঞ্জে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সেবা কার্যক্রম