আমাদের এ পাড়ায় রোজ পাখিদের কলতান ওঠে
ফুল ফোটে নানা রং শোভা নিয়ে ছড়ায় সুবাস
ডানা মেলা প্রজাপতি পরিদের মতো হাসি ঠোঁটে
সুখের সাগর ছুঁইয়ে কী জাদু ছড়ায়।
আমাদের এ পাড়ায় রোজ আকাশে তারকা ফুল,
বাতাসেও এলোমেলো খুনসুটি খেলা
যেন মেলা বসে হাটখোলা মাঠখোলা জুড়ে
প্রাণের সরস রসে মুখগুলো গল্প ছড়ায়।
আমাদের এ পাড়ায় রোজ গানের আসরে বাউল
কোকিলের মতো করে, দোয়েলের মতো
জোছনার ঢেউ তুলে নদীকে নাচায়
নদীও সাগর পানে প্রেমে ছুটে যায়।
আমাদের এ পাড়ায় রোজ চা–বাগিচা ওমে
ঘুম থেকে জেগে ওঠে লাজভাঙা সূর্যের মুখ
জেগে ওঠে কর্মমুখর দিন বহুমুখী শ্রমে
ঘামে ভেজা দেহ–নুনে থাকে তাপ ছাপ।