গৌরবময় বিজয়ের মাস

মর্জিনা হক চৌধুরী পপি | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৫১ পূর্বাহ্ণ

আজ মহান বিজয় দিবস। গৌরবময় বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো।১৯৭১ সালের একদিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে গোটা জাতি মুক্তির স্বাদ লাভ করে। অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। আমরা লাভ করি লাল- সবুজের গৌরবান্বিত পতাকা।বিশ্ব মানচিত্রে অঙ্কিত হয় স্বাধীন বাংলাদেশের ভৌগলিক সীমারেখা। এ কারণে আজ মুক্ত স্বাধীন দেশের নাগরিক আমরা। বিজয়ের এ মাসের সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগময় স্মৃতি। বাঙালি জাতির বীরত্ব,সাহসিকতা এবং ত্যাগের উজ্জ্বল মহিমায় ভাস্মর এই মাসটি। এ মাসে জাতি শ্রদ্ধা নিবেদন করে সেই সব বীর সেনানিদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে অবতীর্ণ হয়েছিলো সর্বস্ব ত্যাগের লড়াইয়ে। স্বাধীনতার স’পতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ৯ মাসের অসম যুদ্ধ শেষে এ ডিসেম্বর মাসে স্বাধীনতা নামক পরম পাওয়া ধরা দেয় এ দেশের মানুষের কাছে। স্বপ্ন স্বাদ ও আকাঙ্‌ক্ষা থেকে একটি স্বাধীন দেশের জন্য সে দিন মুক্তি কামী মানুষ জীবনের মায়া তু”ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তা যেনো আজ অনেকটা ম্লান।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তর
পরবর্তী নিবন্ধবিজয় দিবস