একাত্তর

শফিকুল আলম সবুজ | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৫১ পূর্বাহ্ণ

চারেদিকে গুলিবর্ষণ- রক্তে রঞ্জিত রাজপথ, সাগর-নদীর জলে ভেসে বেড়ানো রক্তস্রোত। লক্ষ লক্ষ মানুষের মরদেহ ভেসে যায় নদীর স্রোতে মৃত্যুপশুর মত। অন্তরীক্ষে রক্তরাঙানো বৃষ্টিস্নাত। এই রক্তাক্ত বৃষ্টিতে পাকিস্তানি শোষক,পাকবাহিনী সেনারা বিদঘুটে হাসি আত্মনান্দে স্নান করছে। এ যেন তাদের পরম পাওয়া। এ যেন তাদের বহুকালের অভিলাষ। বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে শেষ কামড় দিয়ে। হয়ত বাঁঁচবে, নয়তো এখানেই শেষ। অন্তত বীরের মত মরতে পারবে এতটুকুই আকাঙ্ক্ষা। মরতে তো হবেই ; মেরেই মরি! এটাই মুক্তিবাহিনীর,বাঙালি যোদ্ধাদের ইতিকথা। ভাগ্যক্রমে বেঁচেই গেলেন বীর উপাধি পেয়ে। আজকের ইতিহাস তাঁদের। আজকের কথা তাঁদের। আজকের মুক্তি তাঁদের। আজকের স্বাধীনতা তাঁদের। আজকের বাংলাদেশ তাঁদের। আমরা তাঁদের পরকালের মুক্তি কামনায় প্রার্থনা করি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের বাংলাদেশ হোক …
পরবর্তী নিবন্ধগৌরবময় বিজয়ের মাস