আমাদের বাংলাদেশ হোক …

নুসরাত জাহান মুক্তা | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৫০ পূর্বাহ্ণ

সবাই নিজের দেশের উন্নয়নের স্বপ্ন দেখে। সরকার যেমন দেখে তেমনি পুরো জাতিও দেখে। জাতির আশা, আকাঙ্‌ক্ষা, স্বপ্ন ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব থাকে সরকারের উপরই। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে সরে গিয়েছিলো পদ্মা সেতুর অর্থায়ন থেকে কিন’ প্রধানমন্ত্রী যেন জিদ করেছিলেন, বিশ্ব ব্যাংককে তিনি দেখিয়ে দেবেন। তাদের সহায়তা ছাড়াও বাংলাদেশ পারে, পারে বাংলাদেশের মানুষেরা।তাই বিজয়ের মাসে আমরা পদ্মা সেতু পেয়েছি। বিজয়ের অহংকার এই স্বপ্নের পদ্মা সেতু। এক থেকে একচল্লিশ নম্বর স্প্যান বিজয়ের প্রতিটি ইতিহাস। একেকটি স্প্যান মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়েছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। ষড়যন্ত্রের নানান বাঁধা পেরিয়ে অহংকারের শেষ স্প্যানটি জানান দিল আমি বিজয়ী আজ। শেষ স্প্যানটি বুঝিয়ে দিলো সে বীর, সংগ্রাম, সততা, দেশপ্রেম এবং বিজয়ের প্রতীক। আজ এক হয়ে গেলো পদ্মার দুটি পাড়। এর কৃতিত্ব একজন স্বপ্নবাজ নেত্রীর, এর কৃতিত্ব বাংলাদেশের প্রতিটা মানুষের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশটি এগিয়ে চলেছে স্বপ্নের সোনার বাংলা হওয়ার পথে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে দেশের নিজস্ব অর্থায়নে আমরা পেয়েছি আমাদের স্বপ্নের এই সেতুকে। পদ্মা সেতু হওয়াতে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন সহজ হবে তেমন মানুষের ও পণ্য যাতায়াতে সময় বেঁচে যাবে, ব্যবসা – বাণিজ্য ও কর্মসংস’ানসহ আরো অনেক নতুন সুযোগ সুবিধা সৃষ্টি হবে। বিজয়ের মাসে নতুন করে বাংলাদেশ সরকার পদ্মা সেতুর স্বপ্নকে বাস্তব করেছে। বাঙালি জাতি হিসেবে এই মাসে এর চেয়ে আনন্দের খবর আর কিছু হতে পারে না। পদ্মা সেতুর মধ্য দিয়ে দেশের মাথা উঁচু করে বাঁচার যে চেষ্টা শুরু হলো, সেই চেষ্টা অব্যাহত থাকুক। আমাদের মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা হওয়ার দরকার নাই। আমাদের বাংলাদেশ হোক বাংলাদেশের মতো।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস : বাঙালির আত্মপরিচয়ের দিন
পরবর্তী নিবন্ধএকাত্তর