গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেছেন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন মালেক মিয়া। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন বলেই এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে আমাদের সন্তানদের শিক্ষার সুযোগ গড়ে দিয়ে গেছেন। গতকাল রবিবার বোয়ালখালী উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবিএম আবদুল মালেক চৌধুরী স্মরণে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, সিনিয়র শিক্ষক মনজুর আলম, বিষু কুমার বড়ুয়া, বিপ্লব সরকার, প্রলয় চৌধুরী মুক্তি, প্রজীব কুমার বড়ুয়া প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মাহাবুব রশীদ ও মাওলানা ওসমান ফারুক।

পূর্ববর্তী নিবন্ধতুষারধসের মুখোমুখি
পরবর্তী নিবন্ধআবদুল হাকিম সওদাগর