গুমাই বিলে ধান কাটা শুরু

ভালো দাম নিশ্চিত করার দাবি কৃষকের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল। এই বিলে আমনের পাকা ধান কাটতে শুরু করেছে কৃষকেরা। গুমাই বিলের পাশাপাশি উপজেলার অন্যান্য কৃষি জমিতেও চলছে ধান কাটা। ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষকের চোখে-মুখে আনন্দ। তবে ভালো দাম নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন কৃষকেরা।
সরেজমিনে গুমাই বিলে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথে মরিয়মনগর চৌমুহনী পেরুতেই গুমাই বিলের সারি সারি ধানক্ষেতের দেখা মিলল। সোনালি ধানে ভরে গেছে মাঠ। হিমেল বাতাসে দোল খাচ্ছে ধানের ছড়া। টিয়েসহ নানা জাতের পাখিরা ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে মাঠে। কৃষকদের কেউ ধান কেটে ঘরে আনছেন, কেউ কাটার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার পথে অনেকেই গাড়ি থেকে নেমে ছবি তুলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার রাঙ্গুনিয়ায় আমন আবাদ হয়েছে ১৫ হাজার ৩২০ হেক্টর। এ বছর উপজেলায় আগাম জাতের পাশাপাশি স্থানীয় জাতের আমন ধানের ফলনও ভালো হয়েছে। আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছে উপজেলা কৃষি অফিস।
গুমাই বিলে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার উত্তম কুমার বলেন, রোববার আমন ধান বীজ উৎপাদন প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন করা হয়েছে। ব্রিধান ৫১ জাতের নমুনা শস্য কর্তনে দেখা যায়, ২০ বর্গমিটারে ১৬.২৮০ কেজি (কাঁচা) ফলন হয়েছে। যেখানে উপস্থিত আর্দ্রতা ১৬.৭%। ১২% আর্দ্রতায় ফলন হেক্টর প্রতি ৭.৭০ মেট্রিক টন এবং ১৪% আর্দ্রতায় ফলন ৭.৮৮ মেট্রিক টন। চালে ৫.২২ মেট্রিক টন। যেখানে গবেষণাগারে বলা হয়েছে, ফলন ৪.৫-৫ মেট্রিক টন হবে, সেখানে আমরা ফলন পেয়েছি ৭.৮৮ মেট্রিক টন। অন্যদিকে এ্যারাইজ এজেড-৭০০৬ হাইব্রিড জাতের ধান কাটার পর হেক্টর প্রতি ৮.৭ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।
গুমাই বিলের কৃষক মোহাম্মদ নূর উদ্দিন জানান, তিনি এবার ৭ হেক্টর জমিতে আমনের চাষ করেছেন। তিনি ধান কাটা শুরু করেছেন। এতে গড়ে ৬ টন করে ফলন পেয়েছেন বলে জানান। কৃষক রেজাউল করিম বলেন, এখন খোলা বাজারে হাইব্রিড জাতের শুকনো
ধানের মূল্য কেজি ২৭ টাকা এবং সাদা পাঞ্জা ৩০ টাকা। এই দাম পেলে কৃষকরা লাভবান হবেন। তবে কোনো সিন্ডিকেট যেন দাম কমিয়ে দিতে না পারে সেজন্য বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, রাঙ্গুনিয়ায় ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে ১৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। আগামী সপ্তাহের দিকে পুরোদমে কাটা শুরু হবে। যা কাটা হয়েছে তাতে ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করি, এবারও ধানের উৎপাদন বরাবরের মতো রেকর্ড ছাড়িয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধঅপরিণত শিশুর চিকিৎসায় ক্যাঙ্গারু মাদার কেয়ার যে কারণে জরুরি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা