গুজবকে ‘না’ বলবেন যেভাবে

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিএমপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

হুজুগে বাঙালির গুজবে কান দিয়ে চিলের পেছনে ছোটার অভ্যাস স্বভাবজাত। তথ্য-প্রযুক্তির ডানায় ভর করে গুজবে পেয়েছে গতি। গুজব থেকে রেহাই মিলছে না।
পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বর্তমান সময়ে একটি বিশেষ মহল ধর্মীয় নানা গুজব ছড়িয়ে চট্টগ্রামসহ দেশের পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সুপরিকল্পিতভাবে গুজব ছড়াতে মাঠে নেমেছে ওই মহল। এই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার, মোবাইল ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু, ভাইবারসহ নানা ধরনের অ্যাপ ব্যবহার করে গুজব ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এজন্য প্রত্যেক থানা পুলিশকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব না ছড়াতে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর সাথে বৈঠক চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুজব ছড়িয়ে কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী গুজব প্রতিরোধে সোচ্চার রয়েছে। সাধারণ মানুষকে বুঝে-শুনে নিউজ বা লিংক শেয়ার করার অনুরোধ জানান তিনি। ১৬ মে রাজধানীর পল্লবীতে একটি নৃশংস হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনা দেখে সবার হৃদয় কেঁপে উঠেছে। সেই ঘটনার ভিডিও ফুটেজ ক্লিপ আকারে প্রচার করে একটি মহল নোয়াখালীর যতন সাহাকে একইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করছে। তাদের একজনকে নগরীর ফিরিঙ্গিবাজার ইয়াকুব নগর থেকে আটক করেছে র‌্যাব। গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে রিমন শীল (২০) নামে ওই যুবককে আটক করা হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চলতি বছরের মে মাসে ঢাকার একটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে নোয়াখালীর সাম্প্রদায়িক ঘটনার হত্যাকাণ্ড বলে অপপ্রচার করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এ তথ্য পাওয়ার পর থেকে নগর জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়। রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। সে সর্বপ্রথম এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বলে জানায়।
ক’দিন আগে হঠাৎ ফেসবুকে গুজব ছড়ায়, নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডে প্রচুর মারামারি হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে ধোপাপাড়ায়। পোস্ট থেকে পোস্টে, গ্রুপ থেকে গ্রুপে সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক শুধু ৩৭ নম্বর ওয়ার্ডে নয়, ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকায়ও। এলাকার বাসিন্দারা হতবাক হয়েছেন এমন গুজবে। তারা নিশ্চিত করেছেন, ধোপাপাড়ায় ‘হামলা চেষ্টার’ যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি গুজব ছাড়া আর কিছুই নয়। ধোপাপাড়া সুন্দরপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির আছে। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়সী নারীকে দেখে স্থানীয় যুবকদের হাঁকডাকের জের ধরে এই গুজবের সূত্রপাত।
গুজব রটানো ব্যক্তি ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো তথ্য বা গুজব সম্পর্কে নিকটস্থ থানা, দুটি হটলাইন নম্বর অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম জানান, সামপ্রতিক সময়ের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিছু সংখ্যক কুচক্রী ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তমূলক, অসত্য ও মনগড়া তথ্য উপস্থাপন করছে। এতে এদেশের ধর্মভীরু জনসাধারণ বিপথগামী হচ্ছে এবং সামগ্রিক শান্তি ও নিরাপত্তা বিনষ্ট হচ্ছে। নগরবাসীকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য বা গুজব সম্পর্কে জানতে পারলে নিকটস্থ থানা, ০১৩২০০৫৪৪৯৪ ও ০১৩২০০৫২১১১ মোবাইল নম্বর কিংবা ৯৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচাচাতো ভাইকে গলা টিপে হত্যা