গুজব প্রচারকারীদের ওপর ক্ষোভ ঝাড়লেন রিয়াজ

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাস্তাঘাটকে ইউরোপের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। তবে সমালোচনার জবাব দিয়ে সামাজিকমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেতা। খবর বাংলানিউজের।
গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারে যান রিয়াজ। ওইদিন রিয়াজ চট্টগ্রামের সড়ক দেখিয়ে বলেছিলেন এটি বাংলাদেশের নয়, ইউরোপের কোনো রাস্তা। এ বক্তব্যের পর পরই সোশ্যাল মিডিয়ায় রিয়াজকে নিয়ে সমালোচনা শুরু হয়। বিমানে উড়ে গিয়ে চট্টগ্রামের রাস্তার উন্নয়নের কথা কী করে বলছেন রিয়াজ- সে প্রশ্ন তোলেন নেটিজেনরা। এর পর কিছু অনলাইন গণমাধ্যমেও রিয়াজের বক্তব্য নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যদিও রিয়াজের দাবি তার এই বক্তব্য ফেসবুক ও কিছু অনলাইন পোর্টাল বিকৃতভাবে উপস্থাপন করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে। যে কারণে ট্রল ও অশালীন ভাষায় আক্রমণের শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় হতবাক ও হতাশ হয়েছেন রিয়াজ। তার মতে, যারা একজন রাজাকারকে চাঁদে দেখতে পায়, তারাই ফেসবুকে এই অশ্লীল আক্রমণ করছেন। ২৬ জানুয়ারি এ বিষয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দেন রিয়াজ। সেখানে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পুরোটাকে ইউরোপের রাস্তা বলেননি। মেরিন ড্রাইভটিকে উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়র নির্বাচিত হয়েই পরিচ্ছন্নতা কাজে নেমে পড়লেন রেজাউল
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে স্বপ্নের জেটি