গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সম্মেলনের উদ্বোধনকালে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মন্টু ঘোষ বলেছেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ হওয়ায় এখন কারখানা আর অর্থনীতি সচল রাখার স্বার্থেই শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়াতে হবে। গতকাল শুক্রবার মোমিন রোড কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত তৃতীয় চট্টগ্রাম জেলা সম্মেলনে মন্টু ঘোষ উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি টিইউসি চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, শ্রমিকদের ওপর অতিরিক্ত শোষণ করে যারা কোটিপতি হয়েছে তারা এখন সাংসদ। বিশেষ অতিথি টিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মছিউদদৌলা বলেন, গার্মেন্ট কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার বলে কিছুই নেই। জুলুম, নির্যাতন ও বে-আইনী চাকুরিচ্যুতি করার অস্ত্র হলো ট্রেড ইউনিয়ন করতে না দেয়া। প্রধান বক্তা গার্মেন্ট টিইউসি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাতউল্লাহ জাহিদ বলেন, কারখানাগুলোতে চাকুরীর পরিবেশ নেই। নিরাপদ কর্মস্থল ছাড়া উৎপাদন ও বিকাশ সম্ভব নয়। প্রথম অধিবেশনে উদ্বোধন ঘোষণার পর জাতীয় ও সংহতি সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ। সম্মেলনের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আবু হানিফ। বক্তব্য রাখেন মঞ্জুর মঈন, রাহাতউল্লাহ্‌ জাহিদ, নুরুল আবছার লিটন, জাকির হোসেন, রিংকু দে, পূর্ণ দাশ, মো. রাশেদুল ইসলাম, মো. সোলায়মান, মোহাম্মদ আতিক প্রমুখ। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে রাহাতউল্লাহ জাহিদকে সভাপতি ও নুরুল আবছার লিটনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি গঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধহয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি