গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি ছিটমহলটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকায় চালানো এসব হামলায় শিশুসহ অন্তত ছয় বেসামরিক ও ইসলামিক জিহাদের তিন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলফিলিস্তিন সহিংসতার সর্বশেষ ঘটনা এই বিমান হামলা। খবর বিডিনিউজের। এ সময়জুড়ে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাস্তায় রাস্তায় ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলা ও সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর একের পর এক প্রাণঘাতী অভিযান দেখা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসলামিক জিহাদের তিন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে। ইসলামিক জিহাদ ফিলিস্তিনের অবরুদ্ধ উপকূলীয় ভূখণ্ডটির দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী। এই ভূখণ্ডটি সেখানকার সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী হামাসের শাসনাধীন। ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করা যেকেনো সন্ত্রাসীকে এর জন্য অনুশোচনা করতে বাধ্য করা হবে, বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো আবাসিক এলাকায় ইসলামিক জিহাদের আশ্রয়স্থলগুলোতে এবং গাজাজুড়ে থাকা তাদের প্রশিক্ষণ শিবির ও সীমান্ত চৌকিগুলোতে আঘাত হানে। এসময় কয়েক ঘণ্টা ধরে গাজাজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক জিহাদের মুখপাত্র তারেক সেলমি বলেছেন, বোমা হামলার জবাব বোমা হামলার মাধ্যমেই দেওয়া হবে।

ভিডিওগুলোতে দেখা গেছে, বিমান হামলার সময় রাতের আকাশ আলো করে আগুনের শিখা জ্বলে উঠছে ও ধোঁয়া বের হচ্ছে, আর দমকল কর্মীদের ট্রাক সেদিকে ছুটে যাচ্ছে। মঙ্গলবারের এই বিমান হামলায় এক বহুল পরিচিত ফিলিস্তিন দন্ত চিকিৎসক নিজ বাড়িতে স্ত্রীসহ নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিরা তার জন্য শোক প্রকাশ করে তাকে একজন বিশ্বস্ত বন্ধু ও নম্র মানুষ বলে অভিহিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্য প্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস নিচে, নিহত ২২
পরবর্তী নিবন্ধনিম্নচাপটি গভীর নিম্নচাপে ঘনীভূত (লাইভ আপডেট সহ)