গাউসে পাকের (রা.) আধ্যাত্মিকতায় ইসলামের পুনরুজ্জীবন ঘটে

গাউসুল আযম কনফারেন্সে এমপি মোছলেম

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গাউসে জামান আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) প্রতিষ্ঠিত গাউসে ছামাদানী শায়খ সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, ইসলামের মৌল দর্শনই হচ্ছে সূফিবাদ। আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মানবিকতার উৎকর্ষ সাধনের নামই সূফিতত্ত্ব। গাউসে পাক (রা.) সহ যুগে যুগে আউলিয়ায়ে কেরাম সূফিবাদি মানবিক ইসলামই মুক্তি প্রত্যাশী মানুষের সামনে তুলে ধরেছেন। আর ইসলামের ক্রান্তিকালে গাউসুল আযম জিলানীর (রাঃ) প্রচেষ্টায় মুমূর্ষু ইসলামের পুনরুজ্জীবন ঘটে। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান কনফারেন্সে সভাপতিত্ব করেন। অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কনফারেন্সে অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আল্লামা ড. এ.কে.এম. মাহবুবুর রহমান প্রমুখ।
অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, আল্লামা এ.কে.এম. ইউসুফ আলকাদেরী, আল্লামা আবুল এরফান হাশেমী, আল্লামা শাহেদুর রহমান হাশেমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যাব চকবাজারের গণঅবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ পলিথিন পাওয়ায় দোকানিকে জরিমানা