গর্জনিয়া থেকে কক্সবাজার চালু হচ্ছে মিনিবাস সার্ভিস

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৮ পূর্বাহ্ণ

অবশেষে রামুর গর্জনিয়া থেকে কক্সবাজার শহর পর্যন্ত চালু হচ্ছে কক্সলাইন ও রামু লাইন সার্ভিস। আগামী ২৩ ডিসেম্বর বুধবার থেকে এই মিনিবাস সার্ভিস চালু হবে। এতে নাইক্ষ্যংছড়ি-কচ্ছপিয়া-গর্জনিয়া ও বাইশারীর প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াতে সুবিধা হবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাস মলিকরা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় গর্জনিয়া বাজারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুহিববুল্লাহ চৌধুরী জিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ইদ্রিস সিকদার, রামু ও কক্সলাইন মালিক সমিতির নেতা মুজিবুল হক কোম্পানি, জাহাঙ্গীর আলম কোম্পানি, ওয়াজেদ আলী বাদল কোম্পানি, মো. ফজল কোম্পানি, মিজানুর রহমান কোম্পানি, মওলানা আবু আবদুল্লাহ জহির উদ্দিন বদরু, জাহাঙ্গীর আলম সিকদার, আবদুর রহিম সওদাগর, মাস্টার ফইজুল হাসান, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, সাবেক মেম্বার আবু আইয়ুব আনসারী, আবুল কালাম আবু ও জাহাঙ্গির আলম সও: প্রমুখ। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কে সিএনজি চালকদের কাছে জিম্মি ছিল গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-দোছড়ি ইউনিয়নের প্রায় এক লাখ যাত্রী। বাস সার্ভিস চালু হলে দুর্ভোগ লাগব হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
পরবর্তী নিবন্ধসাবেক সাংসদ এম কফিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ