বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ করের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস, কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, চসিক গার্হস্থ্য বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মিসেস আলম খাতুন, চসিক কায়সার নিলুফার কলেজের সহকারী অধ্যাপক টিংকু চক্রবর্তী, চসিক কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ার জাহান, চসিক প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন গার্লস কলেজের অধ্যক্ষ মো. বখতেয়ার উদ্দিন প্রমুখ।
পাঁচলাইশ থানা শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ পাঁচলাইশ থানার উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় পাঁচলাইশ থানা কমিটির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্‌ অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির মহাসচিব সাজেদুল আলম চৌধুরী মিল্টন, বেলাল হোসেন, আব্দুর ছাত্তার, খোরশেদুল আলম, আজিজ, সাইফুল ইসলাম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন চকবাজার থানা কমিটির সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক শাহজাহান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. ইমরান, তৌহিদুল ও যুবলীগ নেতা গিয়াস সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোরশেদা আক্তার
পরবর্তী নিবন্ধগর্জনিয়া থেকে কক্সবাজার চালু হচ্ছে মিনিবাস সার্ভিস