গরিবের কান্না

মৌসুমি আক্তার | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৪ পূর্বাহ্ণ

পায়ের নখে আঁচড়ে দেব তোদের হিংস্র মুখ, থুতু ছুঁড়ে দেখব তোদের কোথায় রয়েছে সুখ। অন্যের ধন লুটেপুটে/ জানি তোদের অন্ন জুটে, সমাজপতি সবাই বলে/ ছলচাতুরীর বিচার চলে, অগ্রভাগে যাত্রা ফলে/ নিজের খায়েস মিটাস তলে। একবেলা খেয়ে আছি সুখে, তোদের পানে যাই না ছুটে/ গায়ের ঘাম গড়িয়ে পায়ে, শুকিয়ে তবে হাসি ফুটে। অভাবীকে দিস অভাব/এটাই তোদের খুব স্বভাব, যত পাশ ততই চাস /গরিব যেন তোদের দাস, সমাজের মানুষ শুধুই তোরা/ আমরা শুধু কপাল পোড়া। মানবতা নিয়ে মোদের বাঁচা, মানবতা নিয়েই মরা/ দেখাস কতই পেশি শক্তি শেষ জীবনে জ্বরা।

পূর্ববর্তী নিবন্ধকোভিড-১৯: ভারতে নতুন শনাক্ত তিন লাখ ৬৬ হাজার, ৩৭৫৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধখালি অক্সিজেন সিলিন্ডার ফিরিয়ে এনো