গবেষণায় গুরুত্ব দিয়ে নতুন মাস্টার্স প্রোগ্রাম ইডিইউতে

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১৬ অপরাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে শুরু হতে যাচ্ছে নতুন মাস্টার্স প্রোগ্রাম মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইন সিএসই)। সম্প্রতি ইউজিসি কর্তৃক অনুমোদন লাভ করায় প্রোগ্রামটিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিকৃত শিক্ষার্থীরা এতে ভর্তি হতে পারছে। প্রোগ্রামটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ফ্যাকাল্টি মেম্বারদের পরিকল্পনার আদ্যোপান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, গবেষণাকে গুরুত্ব দিয়ে এই নতুন মাস্টার্স প্রোগ্রামটি শুরু করছে ইডিইউ। এক্ষেত্রে ৩৬ ক্রেডিটের এ প্রোগ্রামটিতে আন্তর্জাতিক মান অনুসারে ৫০ শতাংশ তথা ১৮ ক্রেডিটই থাকছে থিসিসে। বিদেশের নানা উন্নত বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রিপ্রাপ্ত ৫ জন ছাড়াও গবেষণায় অভিজ্ঞ বেশ কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার প্রোগ্রামটিতে ক্লাস ও গবেষণা পরিচালনা করবেন। সভায় প্রস্তাবিত এমএসসি ইন ইটিই (ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রাম নিয়েও আলোচনা হয়।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের উচ্চশিক্ষা অঙ্গনে গবেষণানির্ভর শিক্ষার সুযোগ আগ্রহী শিক্ষার্থীর তুলনায় খুবই কম। এ অভাব পূরণে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে এমএসসি ইন সিএসই। উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, স্নাতকোত্তর বা মাস্টার্স প্রোগ্রামের মূল বিশেষত্ব হওয়া উচিৎ গবেষণা। ইডিইউর এমএসসি ইন সিএসই প্রোগ্রামে এ বিষয়টিকে ফোকাস করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামিন পেলেন চন্দনাইশের এলডিপি প্রার্থী ও সাবেক মেয়র
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে পারিবারিক বিরোধে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩