জামিন পেলেন চন্দনাইশের এলডিপি প্রার্থী ও সাবেক মেয়র

বিস্ফোরক দ্রব্য আইন মামলা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১৪ অপরাহ্ণ

নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৭ দিন পর জামিন পেয়েছেন চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি মনোনীত মেয়র প্রার্থী আইনুল কবির ও সাবেক মেয়র মো. আইয়ুব। গতকাল মঙ্গলবার তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। সে সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ চলাকালীন গাছবাড়িয়া কলঘর এলাকায় নৌকা প্রতীক ভাঙচুর, বিষ্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনুল কবির ও মো. আইয়ুবকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তদন্ত শেষে ৩৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন চন্দনাইশ থানার তৎকালীন ওসি।
এদিকে এলডিপি মনোনীত মেয়র প্রার্থী আইনুল কবির জেলে থাকায় গত ৭ দিন গণসংযোগে অংশ নিতে পারেননি। জামিনে মুক্তি পাওয়ায় আজ থেকে তিনি পুনরায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধওরাকলের সর্বোচ্চ ডিগ্রি লাভ বাঁশখালীর আমজাদুল আলমের
পরবর্তী নিবন্ধগবেষণায় গুরুত্ব দিয়ে নতুন মাস্টার্স প্রোগ্রাম ইডিইউতে