গফুর হালিকে উৎসর্গ ঐশীর ‘দুই কূলে সুলতান’

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’এর সেই হাওয়া এখনো থামেনি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠানটির সংগ্রহ থেকে প্রকাশিত হল নতুন গান-‘দুই কূলে সুলতান’। তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। শিবামনির ঝড়ো পারকেশান কিংবা আরশাদ খানের জাদুকরি এসরাজ, আনা রাকিতার ধ্রুপদি ভায়োলিন কিংবা মিকাল হাসানের ইলেক্ট্রিক গিটারের সুরের মতো দেশ বিদেশের খ্যাতনামা মিউজিশিয়ানদের সুরসিম্ফনিতে ফের আলোড়িত হবেন শ্রোতারা। তাপসের সংগীতায়োজনে গানটির মধ্য দিয়ে নিজের কণ্ঠের শক্তিমত্তার ফের স্বাক্ষর রেখেছেন ঐশী। খবর বাংলাননিউজের। দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জ এ নিজের নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত শিল্পী। তার ভাষ্যে, আমরা ইতোমধ্যেই বুঝে গেছি বাংলা গানের আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে উইন্ড অব চেঞ্জএর ভারটা আসলে কতোটুকু। ভার বলছি এ জন্যপুরো বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানদেরকে নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা এবং সফলভাবে উপস্থাপন করা এবং মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা এটা একটা বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সাকসেসফুল। আমাদের দেশের মানুষকে উইন্ড অব চেঞ্জ অনেক সফল গান উপহার দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে আসছে ‘লিডার : আমিই বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধবিসমিল্লাহ্‌ খান শাস্ত্রীয় সংগীতের অবিস্মরণীয় ব্যক্তিত্ব