গণমানুষের নেতা ছিলেন বাদল

জাসদের স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:৩১ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মঈনউদ্দিন খান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে গতকাল সোমবার জাসদ উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মঈনউদ্দিন খান বাদল জ্ঞানী বুদ্ধিদীপ্ত, আপষহীন, অসাম্প্রদায়িক এবং তুখোর পার্লামেন্টারিয়ান হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বিভিন্নস্থানে তুলে ধরেন। মঈনউদ্দিন খান বাদল বাংলাদেশ জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা। এদেশের মেহনতী মানুষের মুক্তি আন্দোলনে, ১৪দল গঠন করে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায়ন করার রূপকার ছিলেন। তিনি আজীবন দেশকে সুখী, সমৃদ্ধ, মৌলবাদ মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। সভায় বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আবু মো. হাসেম, কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আলম মন্টু, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মহানগরী শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক এস এম আক্তারুল আলম, মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুল হক, দক্ষিণ জেলা সহ সভাপতি মো. ইউসুফ, মহানগরীর সহ সভাপতি আবদুল লতিফ, উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ, দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীর দাশ, দক্ষিণ জেলা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শ্যামল দত্ত, দক্ষিণ জেলা সহ সভাপতি আমানউল্লাহ খান, সৈয়দ জাফর হোসেন, ওবায়দুল হক, আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা আরো বলেন, বাদল মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের দুঃখ কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণে লড়াই সংগ্রাম চালিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচালিতাতলি কেন্দ্রীয় জামে মসজিদে ১২ দিনব্যাপী মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধনুর হোসেনের রক্তের বিনিময়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে