গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান সুইডিশ প্রধানমন্ত্রীর

ন্যাটো সদস্যপদ

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদের আবেদন নিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা সুইডেন সরকারের নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাগদালিয়েনা আন্দেসন। দেশটির পার্লামেন্ট ওই আবেদন নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান আন্দেসন। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ সুইডেন ও ফিনল্যান্ডকে ‘সামরিকভাবে নিরপেক্ষ থাকাই জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে ভালো’ দীর্ঘদিনের এমন বিশ্বাস যাচাইবাছাইয়ে বাধ্য করেছে। উভয় দেশই আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেটো সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে। এ সদস্যপদের আবেদন নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘বাজে চিন্তা’ বলছেন আন্দেসন।

এই ইস্যু গণভোটের জন্য উপযুক্ত বলে মনে করি না আমি। জাতীয় নিরাপত্তার অনেক তথ্য আছে যা গোপনীয়, এ ধরনের গণভোটের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যেগুলো নিয়ে আলোচনা করা যাবে না এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনার টেবিলে তোলাও যাবে না, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৯
পরবর্তী নিবন্ধসম্পর্কের নতুন যুগ নির্মাণে সৌদি আরবে এরদোয়ান