সাউথ কোরিয়ার ঘুম প্রতিযোগিতা

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঘুম প্রতিযোগিতা। কারণ পৃথিবীতে সবচেয়ে কম ঘুমানো দেশের মধ্যে সাউথ কোরিয়া অন্যতম। রয়টার্স জানিয়েছে, সাউথ কোরিয়ার রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে আয়োজন করা হয় ভিন্নধারার এই প্রতিযোগিতা। মানুষকে বিশ্রামে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি।

আয়োজকরা জানান, মানুষকে বিশ্রাম নেওয়ার বিষয়ে সচেতন এবং ঘুমের সুফল সম্পর্কে জানতেই এই আয়োজন। সাউথ কোরিয়ার কাজ পাগল মানুষদের বিশ্রাম নেওয়ার অভ্যাস খুবই কম।

আয়োজনে অংশ নিয়েছিল প্রায় ১শ’ জন প্রতিযোগী। প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘণ্টা। কার ঘুম কত ভালো তা হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ আরেকটি লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে