খোলা বাজারে ডলার একশ ছাড়াল

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

সরবরাহ সংকট বাড়তে থাকায় খোলা বাজারে প্রতি ডলারের দাম একশ টাকা ছাড়িয়েছে। এত দামেও চাহিদা অনুযায়ী দেশের প্রধান এ বৈদেশিক মুদ্রা না পাওয়ার কথাও বলছেন অনেকে। এমন প্রেক্ষাপটে একদিনের ব্যবধানে রাজধানীর খোলা বাজারে ডলারের দাম বেড়েছে কমপক্ষে পাঁচ টাকা পর্যন্ত।

গতকাল সকাল থেকে বাড়তে শুরু করা ডলার সন্ধ্যায় কোনো কোনো মানি এক্সচেঞ্জ ও খুচরায় ডলার বিক্রেতারা ১০২ টাকা পর্যন্ত দরে বিক্রি করেছেন। এতটা দর এর আগে দেখা যায়নি। আর চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এদিন ব্যাংকেও নগদ ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ৯৭ টাকায় বিক্রি হওয়ার তথ্য মিলেছে। খবর বিডিনিউজের।

মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতে একদিন আগেই দুই মাসে তৃতীয়বারের মতো ডলারের বিপরীতে টাকার মান কমায় কেন্দ্রীয় ব্যাংক। এক ধাক্কায় ৮০ পয়সা কমে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার করা হয় ৮৭ টাকা ৫০ পয়সা। এর একদিন পরেই খোলা বাজারে এক লাফে দাম বাড়ল ৫ টাকা। আগের দিন সোমবারও এ বাজারে (কার্ব মার্কেট) ডলারের বিনিময় হার ছিল ৯৭ টাকা।

খোলাবাজারে ডলারের উৎস হচ্ছে মূলত বিদেশ ফেরত প্রবাসী কর্মী ও পর্যটক। সঙ্গে করে নিয়ে আসা ডলার তারা বিক্রি করে দেন মানি চেঞ্জারগুলোর কাছে। আবার বিদেশগামীরা প্রয়োজনে ডলার কিনে নেন এসব প্রতিষ্ঠান থেকে। এখন প্রবাস ফেরত ও বিদেশি পর্যটকদের থেকে তেমন ডলার মিলছে না। অন্যদিকে ভ্রমণ, কেনাকাটা, শিক্ষা ব্যয়, চিকিৎসাসহ সব ধরনের বিদেশগামী দেশি মানুষের সংখ্যা বেড়েছে। এসব কারণে খোলা বাজারে ডলারের সরবরাহ কমেছে বলে জানিয়েছেন মানি এঙচেঞ্জের বিক্রয় কর্মীরা। এদিকে ব্যাংকগুলোও নগদ টাকায় ডলার বিক্রির বিনিময় হার বাড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারকে ফেরাতে সহায়তা চাইল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকেন বাড়ছে চালের দাম