খোঁজ মিলেছে সেই মায়ের

বিমানবন্দরে শিশু উদ্ধার

আজাদী ডেস্ক | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে যাওয়া সেই সৌদি প্রবাসী মায়ের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, শিশুটির মায়ের পরিচয় ও অবস্থান শনাক্ত করা গেছে। তিনি শ্রমিক হিসাবে সৌদি আরব গিয়েছিলেন। যেহেতু তিনি সামাজিক সম্মানের কথা চিন্তা করে শিশুটিকে ফেলে গেছেন, সেহেতু শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছেনা। পাশাপাশি তার সামাজিক অবস্থান যাতে নষ্ট না হয় সে কথা ভেবে তার ও শিশুটির নাম পরিচয় প্রকাশ করা হচ্ছেনা। ওই নারী যদি স্বইচ্ছায় শিশুটিকে নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই সেটিকে প্রাধান্য দেয়া হবে। যদি তিনি নিতে না আসেন, তাহলে সমাজ সেবা অধিদপ্তর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে নিয়ম মেনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিশুটির নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো ভালো কোনো পরিবারের কাছে শিশুটি দত্তক দেয়া হবে। তবে, এটি একান্তই সমাজসেবা অধিদপ্তরের বিষয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ঢামেকে ভর্তি করা হয় শিশুটিকে। শিশুটি পুরাপুরি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে আজিমপুর শিশু নিবাসে পাঠিয়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদনহীন ডে-কেয়ার সেন্টার চলবে না
পরবর্তী নিবন্ধবিজিএমইএ নির্বাচন আজ