খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভা

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভা গত শুক্রবার পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, জেলা কমিটির সহ সভাপতি প্রফেসর এ.বি.এম. আবু নোমান, জেলা কমিটির সংগঠক শৈবাল আদিত্য, ভগীরথ দাশ, জুয়েল চৌধুরী, সজীব নাথ, প্রদীপ বিশ্বাস, রূপক শীল, সৈয়দ শিবলী, সাদেক কফিল, প্রতাপ বড়ুয়া, বিশ্বজিৎ খাস্তগীর, ডা. মিহির বড়ুয়া, প্রনব রায় মিত্র, দেবাশীষ আচার্য, সুদর্শন দাশ, নাজমা বেগম, শ্রীকান্ত চক্রবর্তী, সরোজ বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে খেলাঘর আন্দোলনের বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে খেলাঘর সংগঠকদের আরো বেশি কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য পাড়ায় পাড়ায় খেলাঘর আসর গড়ে তুলতে হবে। সভায় আগামী ২১ জানুয়ারী জেলা কমিটির সম্মেলন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধদেশে ধর্মীয় সমপ্রীতি রক্ষায় ওলামায়ে কেরামরা সোচ্চার