খেলনার ভিতরে ৬০ লাখ টাকার স্বর্ণবার, আটক ১

শাহ আমানত বিমান বন্দর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা সাজ্জাদ হোসেন নামে এক যাত্রীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাগেজ স্ক্যানিং করে একটি খেলনা গাড়ির মধ্য থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। আটক সাজ্জাদ হোসেন ফটিকছড়ির পূর্ব ধলইয়ের সাদের নগর গ্রামের মো. ইদ্রিস মিয়া ও নুর নাহার বেগমের ছেলে। বিমান বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-৪১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে আসার কথা থাকলেও প্রায় ৪৭ মিনিট বিলম্বে ১১টা ৩৭ মিনিটে বিমান বন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা গ্রীন চ্যানেল পার হওয়ার সময় স্বর্ণবারসহ ওই যাত্রীকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা।
কাস্টমসের উপ-কমিশনার নিয়ামুল ইসলাম বলেন, যাত্রীর লাগেজে থাকা একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের মাঝে কালো রঙের স্কচটেপ দিয়ে সুকৌশলে রাখা হয় স্বর্ণবারগুলো। বিষয়টি তদন্ত পর্যায়ে থাকায় আসামির পরিচয় এখন বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাইকারীতে দাম কমলেও প্রভাব নেই খুচরায়
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ২০ কিমি যানজট