খাগড়াছড়িতে সাড়ে ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ মে, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত পৃথক কয়েকটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার ৬০৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এছাড়া দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জড়িমানা ও উদ্ধারকৃত তেল পূর্বের দামে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে। গতকাল রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী কে. এম ইয়াসির আরাফাত।

তিনি বলেন, শহরের নিজাম স্টোরের গুদামে ফের অভিযান চালিয়ে ২ হাজার ৪ লিটার সয়াবিন তেল ও মেয়াদত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়। গত ১২ মে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ লিটার সয়াবিন তেল উদ্ধার ও ঐ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এদিকে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত খাগড়াছড়ি শহরের জাফর স্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৬শ লিটার ভোজ্যতেল উদ্ধার করেন।

অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে ঐ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাত দৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে : ফখরুল