খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পুলিশের বাধা, পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও উত্তেজনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাম বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সেই সাথে অভিযোগকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮১ নেতাকর্মীকে দেওয়া বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সিপিডিএল নীড়
পরবর্তী নিবন্ধআল-জাজিরা বস্তুনিষ্ঠতা হারিয়েছে : নাছির