খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে মহালছড়ি উপজেলায় অবৈধ মেসার্স এস এইচ এস ব্রিকস ও মেসার্স ইমরান এন্টারপ্রাইজ, গুইমারা উপজেলার মদিনা এন্টারপ্রাইজ নামের দুটো ইটভাটা বন্ধ করে দেয়া হয়। এ সময় অভিযান চালিয়ে ইট ভাটার চিমনী ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মোতাবেক খাগড়াছড়ির সব ভাটা বন্ধ ঘোষণা হয়। এর মধ্যে অনেক ভাটা মালিক ছয় মাসের স্থগিতাদেশ নিয়ে আসে। যে সকল মালিকের স্থগিতাদেশ নেই সেসব ভাটা ভাঙা হচ্ছে।