খাগড়াছড়িতে চালু হল রোটারি ফিজিওথেরাপি কেয়ার সেন্টার

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের সহযোগিতায় সিপিআরসির পরিচালনায় খাগড়াছড়ি পৌরসভার নিচতলায় বিভিন্ন ধরনের বাত ব্যথা, প্যারালাইসিস, হাত-পা অবশ, প্রতিবন্ধী ও বার্ধক্যজনিত রোগীদের পুনর্বাসন চিকিৎসার জন্য ফিজিওথেরারি এন্ড রিহ্যাব সেবাকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল শনিবার সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি। বক্তব্য প্রদান করেন রেজাউল করিম চৌধুরী, আজিজুল হক, নুর মোহাম্মদ চৌধুরী, সৈয়দ মো. তারিক, মনোয়ারা জাহান মনি, আজিজুল ইসলাম বাবু, শরীফ তসলিম রেজা, ইমতিয়াজ হোসেন, খঞ্জন জ্যোতি ত্রিপুরা, এম এ জলিল। অনুষ্ঠানে ফিজিওথেরাপি ও বার্ধক্যজনিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিউরো ডিজএ্যাবিলিটি রিহ্যাব এন্ড স্পোর্টস ফিজিও বিশেষজ্ঞ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার সভাপতি রাশেদুল আমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ফিজিওথেরাপি সেবাকেন্দ্র থেকে সাধারণ রোগীরা সঠিকভাবে চিকিৎসা সেবা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধপশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল