৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দুটি টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইলিয়াস (৩৪), মো. ইউনুস (২০), আব্দুল কাদের (৩০), শামসুন্নাহার (২৭) ও সাদেকুর রহমান (১৯)। তাদের বাড়ি টেকনাফ, উখিয়া এবং কুমিল্লা এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত মহানগরের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চালু হল রোটারি ফিজিওথেরাপি কেয়ার সেন্টার