খসে পড়ছে ছাদের পলেস্তারা

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি জরাজীর্ণ। মাঝেমধ্যেই ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। সর্বশেষ গত সোমবার ভবনের জরুরি বিভাগের সামনে ছাদের পলেস্তারা খসে পড়ে। দুপুর পৌনে ১টার দিকে বিকট শব্দে এটি খসে পড়লে আতংক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে। এতে অল্পের জন্য কয়েকজন রোগী রক্ষা পান।

প্রত্যক্ষদর্শী মো. জয় বলেন, ‘দুপুরের দিকে হাসপাতালে এক স্বজনকে চিকিৎসা করাতে নিয়ে যায়। এসময় ভবনের প্রবেশপথেই হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে অল্পের জন্য কয়েকজন রোগী রক্ষা পেলেও, আতংকিত হয়ে পড়েন সবাই। হাসপাতালের মূল ভবনটি খুবই জরাজীর্ণ।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী বলেন, ‘ভবনটি ১৯৬৫ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ ৫৭ বছরের পুরাতন ভবনটিতে মাঝেমধ্যেই পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকা রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে বিভিন্ন সময় লিখিত ভাবে জানানো হয়েছে। এটি এতটাই বেহাল অবস্থা যে, পুনঃনির্মাণ ছাড়া ভবনটি সংস্কার করে কোনো লাভ নেই। লিখিতভাবে জানানোর পাশাপাশি বিভিন্ন মহলে ফোনেও অবহিত করা হয়েছে, যেনো নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়।’

পূর্ববর্তী নিবন্ধমহানগর মহিলা দলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার ১৩২ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা