খতিবেরহাট আদর্শ সমাজ কমিটির সভা ১০ জানুয়ারি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ খতিবেরহাট আদর্শ সমাজ কমিটির মতবিনিময় সভা আগামী ১০ জানুয়ারি বাদে মাগরিব অনুষ্ঠিত হবে। খতিবেরহাটস্থ আহমেদ কবির বাসভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।