ক্ষেতের জালে আটকা ৮ ফুট লম্বা অজগর

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি লম্বায় আনুমানিক ৮ ফুট।

জানা যায়, জোয়ারা মনসফ হাট সংলগ্ন এলাকায় একটি ক্ষেতের জালে আটকে যায় অজগরটি। সকালে স্থানীয় এক রিকশাচালক অজগরটি দেখতে পান। এ সময় তিনি অজগরটি উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার অজগরটি প্রশাসনের লোক দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার জানান, অজগর উদ্ধারের খবর পেয়ে আমি লোক পাঠিয়ে অজগরটি নিয়ে আসি। পরে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিকেলেই অজগরটি পাঠিয়ে দিয়েছি।

বনবিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার সিকদার আতিকুর রহমান জানান, অজগর সাপের আবাসস্থল হচ্ছে বনাঞ্চল। অনেক সময় পথ হারিয়ে অথবা খাদ্যের সন্ধানে অজগর সাপ লোকালয়ে নেমে আসে। ধারণা করা হচ্ছে এ কারণেই অজগরটি লোকালয়ে নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রীকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধআউটার রিং রোড থেকে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিডিএ