ক্রিয়েটিভ নার্সিং কলেজে নার্সেস দিবস উদযাপন

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নার্সেস দিবস ও আন্তর্জাতিক মিডওয়াইভস দিবস উদযাপন করেছে ক্রিয়েটিভ নার্সিং কলেজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম ও ক্রিয়েটিভ নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ। বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সূচনা হয় ঐ দিনের কর্মসূচি। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে জিইসি মোড় ও পার্শ্ববর্তী এলাকা হয়ে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালি শেষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা নার্সিং প্রফেশনের বিভিন্ন সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কেক কাটা শেষে ক্রিয়েটিভ নার্সিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন শিক্ষার্থীদেরকে প্রদীপ হাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ গ্রহণ করান। এরপর উক্ত দিনটিকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচ, কৌতুক, কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণচঞ্চল করে তুলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক ৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধশিক্ষার আলো প্রসারিত হলেই আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে